যে ঈদ সমঝে না, ঈমানের বিজয়!
তা কেবলই রেওয়াজে পরিণত হয়!
মানবতা যখন মূল্যহীন! হৃদ নির্দয়!
ঈদের মানেটাই তখন, বদলে যায়!
যেই ঈদে কমে না, দুর্দশার ব্যবধান,
হয় মানুষেরই দম্ভে বেদনার উত্থান!
অসহায় যদি কাঁদে মানুষেরই দ্বারে!
তবে ঈদ-ঈদ নয়, শুধু যন্ত্রণা বাড়ে!


ঈদ হলো উৎসব, বিভাজন ভোলার,
মনের খুশি চতুর্দিকে ছড়িয়ে দেবার;
প্রাণে প্রাণে মিলেমিশে স্বজন হবার।
পরকে আপন করার শিক্ষা দেওয়ার,
অপরের বেদনাকে নির্বাপণ করবার;
সফল হবে তবে ঈদ, সুখ বিলাবার।