সুখের বন্যা এখন জলোচ্ছাসের মত!
আমাকে মারো, কাটো, যা খুশি করো;
বিণিময়ে ফিরিয়ে দাও আমার এক রত্তি স্বপ্ন!


বুকে হাত দিয়ে বলতে পারবে কি?
স্বপ্ন জয়ের যুদ্ধে ক’ছটাক রক্ত ঝরিয়েছো!


আমার পর হয়তো তেমন অবশেষ আর রইবে না;
তাই বড় সাধ জাগে, স্বপ্নের স্বরূপটা দেখে যেতে।


অশ্রুসিক্ত নয়নে দেখে গেলাম;
স্বপ্নের আত্মহত্যা গল্পের পোষ্ট মর্টেম রিপোর্টগুলো!
কিন্তু বিশ্বাস করতে বড় কষ্ট হয়!


আগামীতেও নাকি তিস্তার বালুচরে
মুখ থুবরে পরে রবে স্বপ্নের লাশ!
আগেও দেখেছি, পদ্মার চরে স্বপ্নকে মরে
সাদা কাশ হয়ে দ্রোহের জানান দিতে!


দক্ষিণের সবুজ বনানীর আর্তনাদে তরঙ্গ কাঁদে!
ওরাও নাকি আত্মহত্যার পথ বেছে নিতে মরিয়া!
ক’দিন পরই হয়তো তরঙ্গ জানিয়ে দেবে,
স্বপ্নের আত্মহত্যার আরেকটি পোষ্ট মর্টেম রিপোর্ট!