মাত্র কয়েকটা শব্দের খেলা বাকি;
অবিরত ঝাঁকুনিতে অটল পাহাড় যদি
টলে যায় একচুল, লক্ষ্য যতই থাক্ স্থির!

শাঁখের করাতে অরি পরাজিত,
আলেয়ার ইশারায় ছুটে চলে হন্তারক!
মুক্তছন্দারাও বলির পাঁঠার মত হয় নির্বা !

তবু কুয়াশাচ্ছন্ন অস্থির ক্রান্তিকাল, পথও অমসৃণ;
অরণ্যসম জনপদ, কোথাও চোরাবালি,
কোথাও বিপদ সঙ্কুল গিরিখাদ!

জ্বালানীশূন্য নক্ষত্র যদি কক্ষচ্যুত হয়!
দর্শনশূন্য চেতনাও হবে বেসামাল,
উল্কামূখীর হবে অনিবার্য পতন।

লালিত স্বপ্নগুলো ডানা ভাঙ্গা
পতঙ্গের মত হয়ে যাবে নিশ্চল;
নতুন মেরুকরণের পর্ব আসন্নকাল!

কোথাও বাঁধ ভেঙ্গে প্লাবনে ডুবে যাবে,
কোথাও উঠবে জ্বলে তীব্র দাবানল!
সনাক্ত হবে শেষে অভিশপ্ত খল;

গোধূলি ছড়িয়ে দিগন্তে মিশে যাবে প্রভাকর;
রুদ্র, প্রখর রবি হারাবে অমানিশায়
চরাচরে নামবে গাঢ় অন্ধকার!

মেঘে ঢেকে যাবে চাঁদ
নিষ্প্রভ হয়ে যাবে সব তারকা,
বেদনায় নীল হবে তুমি শুধু একা!