জীবনের কোলাহল আর অস্থিরতা থেকে
চলো দূরে কোথাও একটু প্রশান্তির খোঁজে
ঘুরে আসি, যেখানে আছে প্রকৃতির প্রেম।
আছে স্বপ্ন দেখার মত ক্ষণ ও পরিবেশ।
ছায়াঘেরা মায়াবী গাঁয়, যেখানে সবুজের
প্রাচুর্য; পাওয়া যায় বনের পাখির গান।
ভেঙ্গে যায় হৃদয়ে সঞ্চিত অহং-অভিমান।
আবেগ উথলে উঠে, হৃদ বুনে স্বপ্নজাল।
আলেয়াকে পিছে ফেলে চলো সেখানে যাই,
যেখানে ছুঁয়ে যায় মনে গোধূলির আবির।
পূর্ণিমার ছন্দিতা জোছনায় করে আহবান,
কখনো রঙধনু এঁকে যায় প্রেমের আল্পনা।
নদীর ছোট ছোট ঢেউ কাড়ে সবার মন,
চলো না একটিবার ঘুরে আসি কিছুক্ষণ।