অবাক হইনি প্রহেলিকায়!
ইতিহাস স্রষ্টাও বদলায় না;
তবে বিকৃত করে পরাজিতরা।
অবলম্বন খুঁজে পেলে নির্ভার হয়ে যায়।


অগনিত নক্ষত্রের মেলায় কে কারে ছুঁয়ে যায়,
প্রিয় আর অপ্রিয় মিলেই স্রষ্টার ভান্ডার;
কাল যার ছিল আলো, আজ হ’লো অন্ধকার!
সময়ের ব্যবধানে সুযোগ সন্ধানীরাই হয় দাবীদার!