ইতিহাসের পোষ্টমর্টেমে ধরা পড়ে গেছে!
মুক্তির ইস্তেহারে ছিল গোঁজামিলের সূত্র!
দেশপ্রেম ছিল খাদে ভরা প্রতারণা-ছলনা
আর ছিল স্বপ্নের নামে বিসর্জনের খেলা!
আত্মহননের সেই যাত্রা ছিল, হঠকারিতা।
মেঠো ভাষণ ছিল, আবেগের ধূর্ত চেতনা
আহবানেও ছিল, আত্মাবিক্রীর ইন্দ্রজাল!
যার পরিণতি এখন, সত্য বলে দৃশ্যমান।


সময় এসেছে আজ, স্বপ্নকে মেরামতের!
অঙ্গীকারে হতে হবে, নির্ভীক-নির্ভেজাল।
অহেতুক-অপব্যয়! করতে হবে পরিহার;
আত্মসম্মানটাকে করতে হবে পূর্ণ লালন,
করতে হবে পূরণ আগে, নিজ প্রয়োজন,
পাবে মুক্তির স্বাদ, নইলে অরণ্যেরোদন।