কেটে যায় বেদনায় ভরা আরো এক নিষ্ফলা দিন;
বেড়ে যায় আরো অনেকটা দাহন, বেড়ে যায় ঋণ,
জেগে উঠি আবারো নতুন আশায় নতুন স্বপ্ন নিয়ে!
দেখি ঢেকে গেছে ভিন্নতর ধূম্রজালে বিবর্ণ আঙিনা!
তবে গজিয়েছে ফের নতুন পল্লব সাজানো বাগানে।
তাই আশাবাদী থেকে যেতে চাই সুখের প্রত্যাশায়!
তাইতো এগিয়ে যাই পুনরায় অনন্য পথের খোঁজে;
যন্ত্রণার কাছে হেরে যেতে রাজি নই বর্ণহীন সাজে।


ফাগুনের হাতছানি বাড়ায় হৃদয়ে নবরূপে উষ্ণতা!
ফের ইচ্ছে জাগে, মানুষের মত বেঁচে থাকব বলে,
মেঘলা গগনে ভেসে উঠে রৌদ্র কণা, আশা হাসে!
মনে হয় ফুরিয়ে যায়নি এখনো সময়, ভুলি যন্ত্রণা;
আবেগে অশ্রু ঝরে নতুন স্বপ্ন নিয়ে রুক্ষ অবনীতে,
ভুলে যাই পুরাতন কষ্ট-ব্যথা, নতুন ঊষার পরশে।