ছকে পড়ে ধরা খেলে
মাশুল গুনবে দলেবলে,
রবে না খালাসের কোন উপায়!
বেড়ে যাবে অস্থিরতা
হৃদয়ে বাড়বে ব্যাথা,
বিপদে পাবে নারে কোন সহায়।


বিচার বিশুদ্ধ তাঁহার
কঠিন হবে পারাপার,
পাবে না খুঁজিয়া উকিল-মুক্তার!
প্রমাণ দিবে অবয়ব,
প্রকাশ্যে আসবে সব,
মুখে বলার রইবে না অধিকার!


সেই সে জীবনখানা
কাহারো নেই জানা!
ওপারে পড়লে ধরা আছে খবর!
আর যদি পার পাও
পৌঁছাবে সুখের গাঁও,
দর্শন পাবে তাঁর, দেখতে জবর।