উদাসী বাতাসে ভাসে হারানো সুর,
যে সুরে লুকিয়ে থাকে বেদনার ঘ্রাণ!
সে ঘ্রাণে অঝোরে ঝরে নয়নের অশ্রু;
এমন কি কাঁদে তাতে পাষাণীরও প্রাণ!
অথচ, তুমি ছিলে আমার হৃদয় জুড়ে!
আর, সেই তুমি হ'লে দুখের কারণ!
বিরহ বেদনা দিয়ে ভেঙ্গে দিলে মন!
এ হৃদয় ক্ষত-বিক্ষত করলে অবজ্ঞায়!
সময় গড়িয়ে যায় মানসিক যন্ত্রণায়!
মিলনের মোহনা কতটা উজানে এখন!
হয় তো বা ভুলেই গেছো চিরতরে তুমি!
যে নামে ডাকতাম কত দিনে-রাতে কাছে,
সে নাম কি মনে আছে প্রতিকূল এ ক্ষণে?
সুখে থেকো, স্মৃতির পাতায় দেখ নির্জনে।