স্বস্তির আশে কত গুনছি প্রহর
জানি নারে কতদূর,
ক্ষীণালোকে হারিয়ে ফেলেছি
সেই সে মধুর সুর।


শয়তান যারা, করে অপরাধ!
মানে না ধর্ম-রীতি!
শোষণ করে ওরা মানবের খুন
ছড়িয়ে হৃদয়ে ভীতি!


মেকির সাথে সমঝোতা করে
সত্যকে করে ম্লান!
কৃতঘ্নের মতন করে অস্বীকার
স্রষ্টার সকল দান!


অনন্যোপায় জনতার বিলাপে
শরিক হয় না কেউ!
কেউ যদি এসে বলতো আহা,
মিথ্যাকে রুখবে ঢেউ।


আশার স্বপন করিয়া উদ্যাপন
এখনো রয়েছি বসে,
হয়তো বা কেউ বলবেই এসে
দুঃখরা যাবে ভেসে।