টাকাও মানুষের মত পরকীয়ায় লিপ্ত?
দেশের ব্যাংকগুলো হতে থাকে রিক্ত!
বহির্মুখে ওরা, উড়ে যায় ডানা মেলে!
হায়রে বেজন্মা টাকা, দয়া নেই দিলে,
হালাল-হারামের নেই কোন বিভাজন!
যে ভাবে পারে করে, অবৈধ উপার্জন!
তবুও উচ্চকন্ঠ অঢেল, করে দমবাজি!
বেনামী টাকা হাসে, সোহাগিনী সাজি!


লজ্জার মাথা খেয়ে উড়ে যায় প্রবাসে!
মনিব পড়ে থাকে, অভুক্ত-কায়ক্লেশে!
অথচ বেহায়া টাকা ঢুকে ভ্রষ্টের জেবে!
অসহায় হারায় কষ্টের টাকা, না ভেবে!
ফোকলা হয় দেশ তবু করে আথিবিথি!
ভেঙ্গে ফেলে নিমেষে, প্রথা-রীতিনীতি!