বন্দী পাখির মত রোদনে রয়েছি রত
ভুলতে পারি না আমি অতীতের শত ক্ষত!
দহনের যাতনায় ভুলে গেছি পরিচয়
পড়ন্ত বিকেলে দেখি তোমাদের অভিনয়!


অনেক সময় গত, জ্বালাবে আর কত!
আমি তো পারি না তোমাদের মত,
আমার পিছনে ছুটে শুধু মরণের ভয়;
মোহ দিয়ে পারবে না করতে হৃদয় জয়!


অবনী কানে কানে বলে যায় অবিরত
অমানিশা কেটে যেত, তুমি যদি হতে নত!
মরণের পরে আমি বিচারের করি ভয়;
জুলুমের সাথে তাই করিনি গো পরিচয়।


সত্য সরল পথে চলাই আমার ব্রত-
চাই না সুখের ভেলা, প্রলোভন দাও যত;
তোমাদের কাছে করি সবিনয়ে নিবেদন
হেরে গেছি সেই ভাল; জয় নেই প্রয়োজন।