কার যে কখন এসে, মরণ দাঁড়ায় ঘেঁষে
সবারই হৃদয়ে সেটা থাকে অজানা,
আবেগে ছুটে যায় প্রিয়জনকে ভালবেসে
অথচ সামনে আসে মৃত্যুর মোহনা!


কেউ কি ভেবেছিলো, শোকাতুর মানুষগুলো
তাদেরই মরণে হবে নব শোকগাথা!
জীবন ঠুনকো অতি, কে রুখিবে তার গতি
এটা-ই সত্য ভবে, স্রষ্টার প্রথা।


মানে না অবাধ্য মন, সুখী হতে চায় জন
ধরণীরে মায়া ডোরে বাঁধে অকারণ,
মনে হয় অসময় প্রাণ কেন চলে যায়!
অদৃশ্য নিয়তি তবু মানে না বারণ!


প্রলয়ের মত করে, প্রাণ নিয়ে গেল কেড়ে
বাধার প্রাচীর গড়ে তোলা গেল না!
স্বজনে কাতর হ’লো, প্রিয়জন চলে গেল
অনেক জমানো কথা বলা হ’লো না!


সময় গড়িয়ে গেলে হয়তো ভুলে যাবে
ক্ষণে ক্ষণে তবু মনে পড়বে যখন,
অঝরে ঝরবে অশ্রু সকলের অগোচরে
ভিতরে ভিতরে হবে রক্ত ক্ষরণ!



(গতকাল চট্রগ্রামে সাবেক মেয়র মরহুম মহিউদ্দিন সাহেবের কুলখানি অনুষ্ঠানে অকস্মাৎ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়া মানুষের স্মরণে-)