আনন্দ অন্বেষে বিনোদের বিন্যাস;
অপ্রশস্ত মেধার নিষিদ্ধ করতালি!
বিগতের অনুতাপে দ্বিধা নেই বিবস্ত্র হতে,
বিস্ময় দ্বারে দ্বারে বৈঠা বায়!


বরোয়ারি প্রেমের বাহারি নিবেদনে
শ্লীলতার শেষ রঙও ধুয়ে মুছে যায়;
প্রভাব বলয়ে খোঁজে আপন অপচ্ছায়া,
আত্মসমর্পনে ভুলের মাশুল করে পরিশোধ!
পিছনে ফেলে যায় ভারসাম্যহীনতার নজির;
অতি উৎসাহ করে গ্রাস অসতর্ক ক্ষণে!


বেলোয়ারি ঝাড়ের মত নিলাজ হাসির চমকে
থমকে যায় সভ্যতার সকল শুভ্র বিধান!
ঘনীভূত মেঘের গর্জনে উত্তাল তরঙ্গের ঢেউ,
নির্দোষ স্বপ্নগুলো ঢেকে যায় উদ্গীরিত লাভায়!
সবুজ জমিনে লোহুর স্রোত আতঙ্ক ছড়ায়!
বজ্রপাতের আশঙ্কায় ইতিহাস আবার প্রস্তুতি নেয়!