টেকনাফ থেকে তেঁতুলিয়া খুঁজি
একটি শান্তিনীড়!
কোথায় কালের মুক্তিযোদ্ধা
নত কেন তব শির?


ছন্দ হারিয়ে ক্লান্ত নগরী
ভ্রান্তির বেড়াজালে,
আপনাকে নিয়ে ব্যস্ত সবাই
বিস্মিত ‘মহাকাল’ এ!


আকাশের পানে তাকিয়ে খুঁজেছি
একটি নতুন তারা,
বিশ্ব বলয়ে ছড়াবে যে প্রেম,
গড়বে নতুন ধরা।


স্বপ্নের সাথে ছিল পরিচয়-
ছিল গতিময় ধারা,
মুক্তির গানে বেঁধেছিল সুর
ছিল না আত্মহারা।


ইতিহাস থেকে পেয়েছি সত্য-
পেয়েছি সরল রেখা,
আঁধার পথের হবো না যাত্রী
জ্বালাবো আলোর শিখা।