পঙ্গপালের মতই মানুষ
নেইরে মানবতা,
লাভ কি হ’লো পেয়ে মাগো
সাধের স্বাধীনতা!


মুক্তিযুদ্ধে শহীদ হ’লো
তোমার লক্ষ ছেলে,
সবাই তাদের ভুলে গেল
কর্মে প্রমাণ মেলে।


মানুষ এখন নেইরে মানুষ
বদলে দিল প্রথা,
বাড়ছে ক্রমেই লোভের আগুন
হৃদয় জুড়ে ব্যথা!


স্বপ্নে ভরা ফানুষ উড়াই
নীল আকাশের নীচে,
দিন রজনী শুধুই ডরাই
মরবো বুঝি আঁচে!


হাল ফ্যাসানের সভ্য সমাজ
করছে বাহাদুরী,
হারাম হালাল মানছে না কেউ
করছে পুকুর চুরি!


ভাবছি না কেউ যখন তখন
নিথর হবে দেহ,
আর একটা দিন থাকো সাথে
বলবে না আর কেহ!