সোল এজেন্টের নির্বুদ্ধিতার কারণে স্বপক্ষের
পণ্য যখন ক্রেতা কর্তৃক প্রত্যাখ্যাত হয়,
তখনও কি ক্রেতাকে দোষারোপ করার সুযোগ থাকে?
বাজারে প্রতিযোগিতা তো থাকবেই;
তাই বলে নিজের ব্যর্থতা প্রতিপক্ষের উপর চাপিয়ে
নিজের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করা কি অশোভন নয়?
এর পরও কি চাহিদার উত্তরণ সম্ভব?
যার পরিণতিতে সর্বজন স্বীকৃত শ্রেষ্ঠতম পণ্যও
হারাতে বসেছে তার সার্বজনীন গ্রহণযোগ্যতা!
এখানেই আমাদের দুর্ভাগ্যের বীজ নিহিত!