বিলাসী সরোবরে যারে রেখেছ নিমগ্ন;
সেকি রইবে চিরকাল ভেবেছ আঁধারে?
আমি আলো চাই বলে ভাঙ্গবে আগল;
ছলায় হবে না কাজ যতই বল পাগল!
ভোগের মোহ হলে অবসান, পাবে সে-
আলোর ঘ্রাণ, কাটবেই ঘোর অন্ধকার।
ক্ষণের বিবর্তনে করবে সত্যের সন্ধান;
মিথ্যাকে ঘায়েল করে বিবেকের বলে।


তখনো কি তুমি, পারবে রাখতে বশে?
বিভ্রান্তির দেয়াল ভেঙ্গে উঠবেই ফুঁসে!
প্রাপ্য অধিকারের স্লোগানে হবে মুখর,
সেদিন রবে না বাকহীন, হবে তুখোড়।
জাগবে ঈমানী তেজে, জাগাবে অপর;
আবার ফিরাবে মান-বাড়াবে নিজ দর।