দুনিয়াটা দুর্বোধ্য-কেমন জানি!
কেউ হয় অপয়া কেউ বা রানী!
কারো মুখে ফোটে হাসির ঝর্ণা-
কারও চোখে ঝরে, অশ্রু বন্যা!
কতজনই ধনী হয়ে-হয় অনন্য-
কেউ নিয়ে কলঙ্ক! হয় জঘন্য!
সুখাণু কারো বা সয়না ললাটে-
মুক্ত নহরে কেউ সাঁতার কাটে!
কেউ বা খাদ্য ফেলে ডাষ্টবিনে
কষ্টে অনেকে, খায় বিষ কিনে!
স্বর্ণ পালঙ্কে কারো কাটে রাত!
কেউ রয় নির্ঘুম না খেয়ে ভাত!
এ কেমন পৃথিবী-চায় কয়জন!
কিছু সুখ পেতে করে যাই রণ!