নেই লজ্জা! সাতে-ভূতে মিলে করে লুটপাট!
খাজাঞ্চিখানা লুন্ঠন করে, করে ওরা ফুটফাট!
কিভাবে যুক্তি করে! করবে লুট মানুষের ধন!
ঠান্ডা মস্তিষ্কে কেমনে চুরি করে! টলে না মন!
করে না সমাজচিন্তা অথবা ভাবে না পরিণতি!
হায় কি হবে আগামী দিনে, শুভার্থীদের গতি!
কি স্বার্থপর! ভাবে শুধু আপনার নিজের কথা!
বোঝে না প্রিয়জনের অন্তর্বেদনা কিংবা ব্যথা!


ওদের দানব চরিত! চায় শুধু অরণ্যের শাসন!
মানে না তো যুক্তি! মানে না রে দ্বীনের বারণ;
নিদ্রা বা জাগরণের বেশুমার অলীক স্বপ্নে গড়া
অমূলক চেতনাকে সমৃদ্ধ করে, কি উদ্ভট ধারা!
অথচ, জনতা চায় সবার তরে সুন্দর সমাধান।
কে মানে কার কথা! গেয়ে যায় বিজয়ের গান!