কারো থেকে কি শিক্ষা নেবার কিছুই নেই!
আমরা কি এতোটাই অধম অথবা অক্ষম!
আমরা আপন দক্ষতা দিয়ে কাটাতে পারি
নানা প্রতিকূলতা, কোথায় তার উদাহরণ?
ছোট্ট একটা মেঘ ঘনীভূত হয়ে বজ্রনিনাদে
জানায় স্বীয় সামর্থ্য, সৃষ্টি করে আলোড়ন।
টর্নেডোর রূপে তছনছ করে শান্ত জনপদ!
অশান্তির ভীতিজনক আগ্রাসনে উল্টে দেয়-
কতো অহংকারী মানুষের ইতিহাস-ঐতিহ্য!
একটি জলোচ্ছাসে ভাসাতে পারে জনপদ!
লন্ডভন্ড করে দিতে পারে সাজানো বাগান!
অথচ, নতুন প্রজন্ম হয়ে যায় কঠিন পাথর!
বাতায়নে বসে উঁকি দিয়ে ভাবে কৌতুহলে;
বুঝি বা সঙ্কটে নেই নিজেদের কোনই দায়!