খেলা হবে খেলা হবে
কত দিন বলে কয়ে
শেষে কি দেখালি ভোলা চমৎকার!
এসব যদি খেলা হয়
মনে জাগে বড় ভয়!
নোংরামী বলে শেষে হয় পরিস্কার!

নাটকের পর নাটক!
নাটকের পর নাটক!
দিনের পর দিন ঘোলা হলো জল!
অবশেষে বুঝল সবে
কিসের পর কি হবে,
সবাই জেনে গেছে কাকে বলে ছল!


যে খেলার নিয়ম নেই!
কখন কে হারায় খেই!
লাগলে হাঙ্গামা তখন পালাবি কই!
করলো সব ঘিন্ ঘিন্!
নাচালি তো ধিনাধিন!
যদিও পাবি অবশেষে বগুড়ার দই!