বিশ্ব এখন অনেক কিছুই মেনে নেয় নির্বিবাদে!
কি অপূর্ব সভ্যতা! কে কার পছন্দের সেটাই বড় কথা!
নেই সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের ন্যুনতম বাছ-বিচার!
অসহায় মানুষের অশ্রুর আবেদন বেরসিকের কাছে উপহাস্য!
নৃশংসতার শিকার হয়ে আজ তারা ক্ষমতালিপ্সুদের ক্রীড়নক!
সামনে হয়তো আসছে ধেয়ে আরো ভয়াবহতম দুঃসময়!
তাই যদি হয়, তবে তিরোহিত হোক ষড়যন্ত্রকারীদের দর্প!
বিধ্বস্ত হোক ক্ষমতালোভীদের মোহ আর বিদ্বেষ প্রচন্ড!

মানবতার পক্ষে সাহসী, প্রতিবাদী উচ্চারণ নিষ্প্রভ!
আধুনিক সভ্যতা মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক দানব!
যাদের ভাষ্যে নেই মমতা, নেই প্রতিশ্রুতির মূর্তকরণ!
স্বার্থের দ্বন্দ্বে মারমুখী শক্তির মত হয়ে উঠে ভয়াল শত্রু!
মানবিক বিচারে দুর্বৃত্তের আচারে প্রথমেই হেরে গেছে,
মানুষের সুকুমারবৃত্তি পচে গেছে শুধুই কাঠামো আছে!