আমি যা ভাবি, তা কি লিখতে পারি!
কোন এক গুপ্ত ইশারা স্তব্ধ করে দেয়!
আমার কলমও ধিক্কার দেয় বারংবার-
উপর্যপরি না লিখতে বাধ্য করার তরে!
এক অশনি সংকেত আমায় ঘিরে রাখে
নির্মম বেষ্টনীর মাঝে রক্তচক্ষু দেখিয়ে!


প্রহসনের মাঝে প্রহর কাটে মনের কষ্টে;
মাঝে মাঝে হাঁসফাঁস করে উঠি অলক্ষ্যে!
উষ্ণতার মাঝে চাই একটু হিমেল বাতাস,
অশেষ স্বপ্নের আধিক্যে ব্যঙ্গ করে নগণ্য!
তবুও বুঝি না! বর্ণহীন সময়ের আকুতি;
কূটকৌশল নিত্য সৃষ্টি করে দ্বন্দ্ব-সংঘাত!


সন্দেহের দেয়ালে মাথা কুটে মরে দর্শন!
প্রোথিত হয় পরস্পরের গভীরে অন্তর্ঘাত!
কলঙ্কিত হয় সম্পর্কের ভারসাম্য নিরন্তর
তবুও অনড় রাখে মিথ্যার উপরে ভিত!