পরীক্ষা-নিরীক্ষার পর্যায় সমাপ্ত হলে
ঘটবে কি তবে প্রস্ফুরণের উল্লম্ফন!
চাওয়া-পাওয়ার হিসাব বাড়াবে কুহক,
বাজির মাত্রাও বাড়বে চাপ-চাপ খুনে!
স্নায়ুর চাপ তীব্র শীতেও ঝড়াবে ঘাম;
জিদ আর জিদে করবে তিক্ত সংঘাত!
সন্ধ্যা গড়িয়ে নামাবে অবনীতে রাত;
তখনো গড়াবে খেলা, থামাবে প্রভাত।


পরিণামে কাটবে মেঘ ঝরবে কি বর্ষণ?
অবসান হবে কি তবে! অবিরত ধর্ষণ?
কল্পনা রাজ্য থেকে আসবে কি শান্তি?
শুধরে যাবে কি রীতি কাটবে কি ভ্রান্তি!
দুখের বাসরে যদি সুখপাখি দেখা দেয়;
তবেই যাবে কষ্ট, বাড়বে স্বপ্নের ওজন।