বিশ্ব যদি এমন হতো, যেমন করে ভাবি;
স্বপন যেন সত্যি হয়, হৃদয় করছে দাবী।
ছিমছাম হ’ত জনপদ মাথার উপর গিরি,
মানুষগুলো সরল-সহজ মনের মত নারী।
রাস্তা ভীষণ প্রসর হলে সুন্দর পিচ ঢালা,
বাহন যদি চলতো, ছড়িয়ে ফুলের ডালা!
রাস্তা ঘেঁষে থাকতো যদি, বড় বড় লেক;
বৈচিত্রময় সুন্দর পার্ক করতো যদি মেক!
সবুজ ঘাসে থাকলে মোড়া পুরোটা চত্বর,
সোনামণি জমাতো আসর সারাটা বৎসর!
সবার মাঝে থাকলে খাতির মনের মতন,
জাগতো সবার হৃদয় মাঝে সুখের চেতন।
বর্ণময় পোশাক পড়ে, আসলে দলে দলে
মনে খুবই শান্তি পেতাম প্রতি পলে পলে।
কষ্ট যদি না পেতো কেউ কারো ব্যবহারে
উঠতো গড়ে স্বর্গ তখন, সকল ঘরে ঘরে।
চাঁদনী রাতে বইতো যদি ঝিরি ঝিরি বায়ু,
রইতো নারে দুশ্চিন্তা বাড়তো সবার আয়ু।
পূর্ণ শশী বলতো ডেকে, সোনামণি এসো,
রূপকথার বাচন শুনতে আঁচল ছুঁয়ে বসো।