বহুদিন পরে এমন বৃষ্টি দেখে
মন হ’লো আহা! পাগলপারা!
ঝমাঝম ঝরছে তো ঝরছেই!
এ যেন শ্রাবণের অঝোর ধারা!
ফিরে যাই কৈশোরের সেই সব দিনে,
যখন হৃদয়ে ছিল অঢেল আল্পনা আঁকা।
ডানপিটে সে সময়ে ছুটে যেতাম মাঠে-
পাড়ার সবার সাথে হয়ে যেত দেখা!
খাল-বিল জলে ছিল টইটম্বুর,
মহুয়াতলায় যেত মেঘলা দুপুর।
ঘনমেঘের কালো ছায়ায় হারাতো রোদ,
ভাটিতে ছুটে যেত পার ভাঙ্গা স্রোত!
গোধূলির আগেই যেন এসে যেতো রাত;
এক ঘুম রাত শেষে আসতো প্রভাত!
ভেজা দিনে মজা ছিল মুড়ি-চানাচুরে
কাটতো অলস বেলা আড্ডার-আসরে!