আগন্তুকঃ   স্যার, বিজ্ঞাপণ দেখে এসেছি,
বসঃ      লেখাপড়া জান? সেটা আমি বুঝেছি!
আগন্তুকঃ   সর্বোচ্চ বিদ্যাপিঠের সার্টিফিকেট এনেছি।
বসঃ      বাড়ি-ঘর আছে? কোথায় থাক?
আগন্তুকঃ  নেই স্যার, থাকি মহাবাগ!
বসঃ     খুশিতে হলাম বাগ্ বাগ্!


বসঃ     নাম কি? বয়স কত?
আগন্তুকঃ রেখে দিন আপনার পছন্দমত;
বসঃ    আচ্ছা, তুমি কখনও যুদ্ধ দেখেছ?
আগন্তুকঃ কি যে বলেন স্যার!
      গেল যুদ্ধে ষোল নম্বরে আমি তো আপনার অধীনেই ছিলাম!
বসঃ   বাহ্! এমনটা্ই তো চাই! রাইটার, তালিকায় লিখে রাখ নাম!
আগন্তুকঃ আপনি মহান!আপনি দয়াবান্!
বসঃ    তুমিও সোনা আসমানের চাঁন!
বসঃ    আচ্ছা, তোমার মেরুদন্ড শক্ত না নরম?
আগন্তুকঃ মেরুদন্ড কি স্যার? পেলাম খুব শরম!
বসঃ    তোমাকেই খুঁজছে এ প্রতিষ্ঠান!
আগন্তুকঃ আপনি, সত্যি বড়ই মেহেরবান!
বসঃ    এ্যাওয়ার্ড কিপার, ওকে একটা এ্যাওয়ার্ড দাও!
উত্তরঃ   এখন তো নেই স্যার, নিয়ে গেছে আরেক ফাও!
বসঃ    আপাততঃ একটা উপাধী দাও!
উত্তরঃ   আপনার হাতেই তো সেটাও।
বসঃ    দিলাম উপাধী, আজ থেকে তুমি “কোমরেট”!
আগন্তুকঃ রিয়েলি স্যার, ইউ আর দ্য গ্রেট!