বেজে উঠলে যুদ্ধের দামামা,
চলে মূহুর্মুহু বারুদের বিস্ফোরণ!
অবিরল ভেসে আসে বিমানের গর্জন!
কেঁপে উঠে মানুষের স্বপ্নের আবাসন!
প্রাণীর লাশে ভাসে সাজানো কানন!
মানুষের আহাজারি ছড়িয়ে দেয় আতঙ্ক!
কে জানে কখন, যাবে কার জীবন!
মনে হয়, পাই যেন শুধু মৃত্যুর ঘ্রাণ!
যুদ্ধের ডামাডোলে, দু’চোখ ভাসে জলে
এই বুঝি কারো বা হ’লো পতন!
বাঙ্কারে কাটে রাত, জোটে না কারো ভাত!
কেউ বা পালিয়ে যায়! বলে বিদেশ ভ্রমণ!
রাজনীতি হেরে যায়, হেরে যায় মানবতা!
তবু, জিঘাংসা থামে না, করে বন্যতা অর্জন!