কার দু’হাতে খুন লাগেনি মুসলমানের বুক চিরে,
ঊষার আলোর সত্য গুলো অন্ধকারে যায় ভিড়ে!
এখন কি আর প্রেমের কাব্যে ঝলসে যাওয়া মন ভরে!
কষ্ট গুলো ছড়িয়ে আছে নাফ নদীটার বুক জুড়ে।


আল কায়েদার গল্প গুলো প্রচার হ’তো বেশ জোরে
কোথায় তাদের ঠাই-ঠিকানা, বলতো না কেউ মূল সুরে!
আই এস, আই এস জিগির তুলে পড়লো বোমা কার ঘরে!
আলেম ছাড়াই জ্বেহাদী দল! সন্দেহ তাই ভর করে।


ফরমায়েসী যুদ্ধ গুলো হঠাৎ হঠাৎ ঝড় তোলে-
নাটক শেষে দেখছি কারা মিলছে গলে গলে!
যবন মারার মহোৎসবে ভিড়ছে সবাই এক দলে
হুঁশ ফিরে না তবু তাদের, ঠকছে রঙিন ছলে!


ঈমান হারা মুসলমানের আরও হবে করুণ বেশ
নীতির বেলায় হার মানিয়া দ্বীন-দুনিয়া করলে শেষ!
টাকার কাছে মেধা বেচে শূন্য করলে নিজের দেশ
ভাইয়ে ভাইয়ে বাধিয়ে বিবাদ, করলে তুমি রিপোর্ট পেশ!


হায়রে খোদা! আমরা গাধা! রয়েই গেলাম জীবন ভর
সোনার খনি ওদের দিয়ে, আমরা নিলাম বালুর চর!
নবীর দো’য়ায় পেলাম সবই, বুঝলাম না তার কত দর
লোভের আগুন জ্বালিয়ে শেষে পুড়িয়ে দিলাম আপন ঘর!