মানুষের মাঝে বিপরীত সত্তা অস্তিত্বমান!
যার, একটি আল্লাহ্’র নূরে আলোকপ্রাপ্ত,
অন্যটি, শয়তানের প্রভাবে থাকে বেতাল!
মানুষ তো শূন্যে উড়ন্ত বর্ণিল ফানুস নয়!
কখনো কখনো যদিও মনে হয় কাব্যময়!
প্রাণীর প্রাণ, মহান স্রষ্টারই করুণার দান।
প্রাণীর উদ্ভব কিন্তু হঠাৎ বা অহেতুক নয়,
কেউ হবে শাস্তিপ্রাপ্ত, কারো হবে শুভজয়।
মানুষের নামে তারাই খেলে অন্যায় শর্তে,
আবার তারাই গ্রাহ্য হয় সেরা বলে মর্ত্যে!
অথচ,তাদের লক্ষ্যই ছিল স্রষ্টার আরাধনা;
সৃষ্টিকে ভালবেসে মেটানো তাদের যন্ত্রণা।
সাদাকে সাদা বলার নেই সাহস-অধিকার,
হেরে যায় দানবদের শাসানিতে বার বার!