গরবিনী মাতৃভূমি
তুমিই আমার অহঙ্কার,
ভালো হ’তো হতাম যদি
তোমার দামী অলঙ্কার।


চন্দ্রমূখী মাগো আমার
তোমার বুকে স্বস্তি পাই,
ক্লান্তি এলে মনের সুখে
আঁচল পেতে ঘুমিয়ে যাই।


তোমার শীতল আঁচলখানি
আবেশ ছড়ায় ঘুম পাড়ানী,
তুমি যে মা এই ভুবনের
দিগ্বিজয়ী রাণী।


সাক্ষী রাতের তারা মাগো
তোমায় কত ভালবাসি,
তাই তো ভুবন ঘুরে শেষে
তোমার কাছেই আসি।


ভালো হ’তো হতাম যদি
তোমার সুশীল ছেলে,
সোনার মুকুট পড়িয়ে দিতাম
তোমায় হেসে খেলে।