তারার মেলার মাঝে বড় বে-মানান
তাই তো আড়াল করে চলি,
জোনাকীর সাথে করি মধুর আলাপন
হয় যদি তার সনে মধু মিতালী!


কাঁটার আঘাতে ছিঁড়ে গেছে এই মন
জানি না কেমন করে হবে উপশম,
তার চেয়ে সেটাই হবে অতি উত্তম
সাথে করে নিয়ে যেতে আসে যদি যম!


শাওন-ভাদর গিয়ে আসে যবে আশ্বিন
কুয়াশার আড়ালে আর হাসে না জমিন,
বেদনার বালুচরে মরীচিকা খেলা করে
সুখের স্বপ্ন শেষে হয়েছে মলিন!


নীরবে-নির্জনে কত কথা মনে পড়ে
খুঁজে ফিরি জীবনের ফেলে আসা গল্প,
আহত পাখির মত ফিরে আসে অবিরত
পাথর হয়েছি তাই ব্যথা পাই স্বল্প!


আঁধারের অবিচারে কত কাঁদি প্রতিকারে
দেখিনি তবুও কভূ আলোর প্রকাশ,
চাঁদের আশায় গেছে নির্ঘুম কত রাত
আশাহত হই দেখে মেঘলা আকাশ!