মৃদু সমীরণে জোছনার সাথে অপ্সরী কথা কয়
মনের গহিনে আগ্নেয়গিরি বুদবুদ তুলে যায়,
হৃদ কার্নিসে সুরেলা পাখির শুনি মিহি কলতান
আবেগ তাড়না বাড়ায় যাতনা, ছৃঁয়ে যায় প্রেমীপ্রাণ।


লাস্যময়ীর মিষ্টি হাসিতে বৃষ্টির মত স্বপ্নরা ঝরে
উথালপাতাল সাগরের ঢেউ সৈকতময় ফেনায়িত করে,
কবিতার মত দেহ বল্লরী আকাশের মত উদারতা নিয়ে
প্রেমের কানন পুষ্পিত আর সুরভিত করে শতদল দিয়ে।


স্রোতস্বিনী নদী, বয় নিরবধি, সুর তুলে অফুরান;
ছন্দে ছন্দে বিহবল করে, গেয়ে গেয়ে প্রিয় গান,
আবিরতা মেখে আমোদিত রাখে উদাসিত এ উঠান
আবেশিত করে মোহনায় এসে ছড়িয়ে মোহিনী ঘ্রাণ।


আল্পনা এঁকে তারকার ঝাঁকে করেছো নিজেকে বন্দী
অভিমান করে থাকো দূরে সরে মাখিয়া মনে সুগন্ধি,
না করে ফন্দি, কাছাকাছি এসো, করি দু’জনাতে সন্ধি
দূর থেকে শুধু ইশারাতে ডাকো, হৃদয় করো না নন্দি।


মেহেদীর রঙে রাঙিয়ে তোমায় মিটাবো মনের সাধ
ঝরণার মত উচ্ছ্বাস দিয়ে ধুয়ে দেবো অবসাদ,
রঙধনু থেকে কিছু রঙ এনে সাজাবো সুখের শয্যা
টোল পড়া গালে এঁকে দিয়ে চুমি ভেঙ্গে দেবো সব লজ্জা।