যেন রজনীগন্ধা ফুলের মত
তোমাকে বেসেছি ভালো,
জ্বালিয়েছো তুমি আমার জীবনে
নতুন ঊষার আলো!


সুখের অবনী পেয়েছি সজনী
মায়া ভরা মমতায়,
সাজিয়ে ঘরনী ছেড়েছি তরণী
নীর ভরা দরিয়ায়!


পালকের মত হৃদয় তোমার
স্বপ্নের দীপ জ্বালো,
ঘুঁচিয়ে দিয়েছো মনে পুঞ্জিত
অন্ধকারের কালো।


কত ভালবাসো, অকাতরে হাসো!
ভুলে যাও অভিমান,
সুরহীন তাই দিতে পারি নাই
কাঙ্খিত প্রতিদান!


চাঁদ ভরা রাতে সাগরিকা মাতে
গাহিয়া প্রেমের গান,
প্রকৃতি সাক্ষি, বিধাতা রক্ষী-
আজও হাসে দু’টি প্রাণ!