ডানপিটে কিশোরেরা বলে তোরা আয়
করবো চড়ুইভাতি পাল তোলা নায়,
কচুরি ভেলায় ভাসে পুকুরের জলে
রঙিন ঘুড়িতে মাতে মাঠে দলে দলে।


পূবের আকাশে রবি উঠে রোজ ভোরে
আগে ডাকে মুয়াজ্জিন নামাজের তরে,
সোনালী ফসলে বায়ু দোলা দিয়ে যায়
শিশিরে ভিজিয়ে দেহ ঘুরে সারা গাঁয়।


কিষান কিষানি মাঠে ছুটে হাসি মুখে
রঙিন স্বপ্নে দিবস কেটে যায় সুখে,
আম জাম কাঁঠালের মধু মাখা ঘ্রাণে
মোহিনী বধুয়া কথা বলে কানে কানে।


চাঁদের জোছনা এসে প্রেম দিয়ে যায়
রাখালী বাঁশির সুরে হৃদয় হারায়।