আশার প্রদীপ যদি নিভে যায়, আঁধারে ডুবিবে সবই
স্বপ্নের ভেলা মেঘে ঢেকে যাবে, ঊঠবে কি আর রবি!
জীবনের সাথে সমঝোতা করে এঁকেছি কত না ছবি
হারিয়ে ফেলেছি অবহেলা করে সুখের সোনালী চাবি!


আগামীর স্বামী ডেকে বলে যদি, ফিরে এসো মোহদাস
সময় আমায় করবে না ক্ষমা, মিটবে না অভিলাষ!
স্বজনের সাথে আর কোন দিন হবে কি আমার দেখা!
মায়াজাল ছিঁড়ে চলে যাব সখী, তুমি রবে একা একা!


অনন্তকালের পথ রেখা বেয়ে চলে যাব অনেক দূরে
অভিমানী প্রেম রেখে যাব সখী রেখো গো যতন করে,
আর কিছু নাই, দিয়ে যাব তাই, আছে শুধু ভালবাসা
হৃদয়ের মাঝে রেখে দিও প্রিয়, খুঁজে নিও তাতে ভাষা।


নিরুপায় আমি, করি শুধু প্রলয়ের ভয় জগতে সদাই,
নেই প্রস্তুতি, তবু যেতে হবে, খোদার বিধান তাই,
ভুলগুলো মেনে নিয়ে ক্ষমা করো সখী, আর কি চাই!
আমার তরে প্রার্থনা করো, পরকালে যেন শান্তি পাই।