ফুলে ফুলে উড়ছে ভ্রমর মধু লোভে!
সুনীল আকাশের নীচের কানন জুড়ে;
মৃদু বায়ু দোলা দেয় অর্কিডের ঝাড়ে,
ক্ষুদ্রাকার ঢেউ তুলে ডিঙ্গি বেয়ে চলে
স্বপ্নবৎ লেকে শান্তির আবেশ ছড়িয়ে!
মুগ্ধ দু’চোখে, চেয়ে রই আবিষ্ট হয়ে।
তৃপ্ত পাখির ঝাঁক উড়ছে ডানা মেলে।
বর্ণময় পুষ্পের আবাদে, ভরেছে মাঠ;
আহা ! কি সেই মনোলোভা দৃশ্যপট!
মনটা ছুঁয়ে যায়, শুধু তার মত করে।
ফসলের মাঠে হাঁটে, রমণী নগ্ন পদে;
যেন, কবিতার সেই ছন্দিতা আত্মজা,
যাকে দূর থেকে শুধু পরখ করা যায়,
হৃদয় মন্দিরে তার মাধুর্য আঁকা যায়!
গচ্ছিত রাখা যায় অন্তর্দেশে সন্তর্পনে।