জনারণ্যের বিবর্ণ দ্বীপে করি বসবাস!
দেখি চারিদিকে শ্বাপদদের অগ্নিশ্বাস!
গর্জে উঠে দিনে-রাতে ভয়াল নিনাদ!
স্মৃতিকে মন্থ করে হালফিলকে দেখে
কিছু শিখে নিতে চাই আগামীর তরে।
তবে কি ক্ষমতার বন্দনায় ত্রস্ত রবো!
ঘুরেফিরে অগ্রভাগে চলে আসে স্বপ্ন!
যা স্রেফ অস্পষ্ট-অবিশ্বাস্য–চন্দ্রসুধা!
যেদিকে দৃষ্টি ফেরাই হায়নার মাতন!
খেঁকশিয়ালের দুঃশাসনে রাত যাপন;
মেধাহীনের দরবারে বাড়ে চরমাবস্থা,
দাম্ভিকতার প্রাবল্যে, বাড়ে-অব্যবস্থা!
খলবল করে নগরে! তস্কর-অপহর্তা!
নেই শান্তি নেই মুক্তিরও কোন বার্তা!