নতুন একটি ঊষার জন্য
কত রাত করি পার,
ক্রমেই নীতির দেখি অধোগতি
ঈমান হারায় ধার!


প্রলুব্ধ মানুষ নয় প্রসন্ন
তবু করে কত পণ!
স্বার্থ হাসিলে অগ্রপথিক(!)
খুঁজে মরে শুভক্ষণ!


মুখোশ পড়ে করে প্রতারণা
আপনারে বলে ঋষি!
কথায় কথায় স্বপ্ন দেখায়
বসতি বানাবে শশী!


মুক্তির বাণী করিয়া প্রচার
রুদ্ধ করেছে গতি!
লোহুর দরিয়া সৃষ্টি করিয়া
উপহার দেয় স্মৃতি!


ভগ্ন হৃদয়ে রুগ্ন মানুষ
শুধু করে হাহাকার!
নেই সঙ্গতি, মানে দুর্গতি
তবু চায় প্রতিকার!


শত জ্বালা সই, প্রতারিত হই
তবু নেই অভিমান!
শান্তির তরে করি ইবাদত;
প্রভূ তুমি কর দান।