আর বেশি দূর নয় মাহে রমজান মাস।
তওবা করে এসো জীবনটাকে করি খাস।
শত-সহস্র উপহারের ডালি নিয়ে আসছে-
পবিত্র করে দিতে তাইতো কাছে ডাকছে।
এসো করি নিবেদন প্রিয় মালিকের কাছে,
যেন, মুক্ত হতে পারি সব অপরাধ মুছে।

রহমত-বরকত-নাজাতের পবিত্র রমজান;
এসো করি বিশ্বাসের সাথে সিয়াম সাধন,
করেছি জীবনে কত গুনাহ্-অপরাধ-পাপ!
আবেগ-অশ্রু দিয়ে নেভাই আগুনের তাপ।
নতুন করে গড়ে তুলে পাষন্ড নষ্ট ভুবন,
বিমুক্ত করে নেই সবারই আগামী জীবন।

সৌভাগ্য রজনী ডাকবে ক্ষমা চেয়ে নিতে,
আর যদি নাই পাই সুযোগ, অশ্রু ঝরাতে;
তাই করি প্রার্থনা, অর্জিতে বেশুমার পুণ্য
তবেই হবে জন্ম আমার, নিঃসন্দেহে ধন্য।
ভুলে গিয়ে পরদ্বেষ এসো করি মোলাকাত,
সফল-সার্থক হোক সকলের, পূণ্যময় রাত।

পাপ আর পঙ্কিলতামুক্ত আসুক নব প্রভাত,
পাই যেন ওপারে মুক্তি, পাই যেন জান্নাত।