অবারিত দ্বারে আলাপন সেরে
আছো যত গুণীজন,
শান্তির তরে জাতি কেঁদে মরে
মুছে দাও বিভাজন।


ইমাম সাজিয়া মহী’তে মজিয়া
কার কর উপাসনা?
কারও চোখে জল, কেউ করো ছল্
ভুলে যাও প্রিয়জনা!


খোদার জমিনে বাড়ে দিনে দিনে
জুলুমের পরিমান,
খোদারই বান্দা, হয়েছো আন্ধা
পুষে রাখো অভিমান!


শর্তের জালে হাত রেখে গালে
করো দর কষাকষি,
জীবনের তরে যৌবন ছেড়ে
কষে ধরো তার রশি।


বিভেদ ভুলিয়া আলোক জ্বালিয়া
ঐক্যের পথ খুঁজো,
পড়ে পড়ে আর খাবে কত মার
মুক্তির তরে সাজো।