বিশ্বাসের ভিন্নতায় বিভেদ বাড়ে সত্য;
তবে, সত্যের প্রতি আনুগত্যেই-আত্মার শান্তি।
সাথে উপড়ি পাওনা মিলে অনন্তকালীন মুক্তি।
সজ্জনগণ আপন স্বার্থেই করেন আলোর সন্ধান।
আর, শক্তির পুজারী আলেয়ার ছলনায় পথ ভুলে
করে সত্যের বিরুদ্ধে দ্রোহ! আর শয়তানের ভক্তি!
ভোগের দুনিয়াটা কখনো মুমিনের ঠিকানা নয়,
ত্যাগের মাধুর্যমাঝে বিরাজমান শান্তির ইতিহাস।
এসো সেই সত্তার কাছেই করি আত্মসমর্পণ,
যিনি সুন্দরকে করেন উত্তম পুরস্কার দান।