এই যে কবি
     শোন কলম সেনা,
ছন্দবাজি বন্ধ করে
    ছড়াও কেন ঘৃণা?

প্রেম পদ্য ছেড়ে
    বাজাও রণ বাদ্য!
রাজনীতিটা বোঝা
    আছে তোমার সাধ্য?

ঠিক বলেছ প্রিয়া
    রাজনীতি খুব মন্দ!
সত্যি ওটার সারা গায়ে
    ষড়যন্ত্রের গন্ধ!

রাজনীতিটা জানা
    তোমার জন্য মানা,
কারণ তুমি চক্ষুস্মান
    নয়তো অন্ধ কানা।

রাজনীতিটা রাজার খেলা
    নয় তো অত সোজা,
তারচে সোজা পদ্য লেখা
    তাতেই পাবে মজা।

ঠিক বলোনি প্রিয়া,
    ওরা ধাঁন্দাবাজের দল,
গাধার মত নিত্য খায়
    ঘোলা করে জল!