ঈর্ষা রোগের ওষুধ নাই
নিজের ভাল সদাই চাই!
মুখ পোড়া ওই বানরগুলো
অনেক ভাল, খবর পাই।


তবে মানুষ কেন স্বার্থপর?
চুন খসলেই ভাঙ্গছে ঘর!
সব কিছু চাই নিজের মত
কেউ ডিঙ্গালেই মারছে চড়!


রঙের ফানুস শূন্যে ধায়
আপন গুনের কিচ্ছা গায়,
গরম গরম খবর দিয়ে
শিরোনামেই থাকতে চায়!


মোহ’র পিছে পাল উড়িয়ে
জোয়ার বুঝে নৌকা বায়,
লোভ-লালসা করতে পূরণ
মিথ্যা কথার হুল ফুটায়!


এক পলকেই বদলে যায়
কষ্ট দিয়েই আরাম পায়!
প্রতিবাদী সব জনতার
মুখেই কুলুপ সেঁটে দেয়!