“জোর যার মুল্লুক তার”
আবারো স্বীকৃতি পেল এ সভ্যতার!
কার চেয়ে কারা নিকৃষ্ট!
শেষ নেই প্রমাণের, প্রতিযোগিতার!


মানবতার কথা বলো!
যার মাঝে নেই সত্যের কোন লেশ,
আসলে বাস্তবতা হলো
স্বাধীন থাকবে কি আর দুর্বল দেশ?


ধরি মাছ না ছুঁই পানি!
ঘোলা করে তারপর খায় সবে জল!
দেশে দেশে প্রশান্তি নেই!
বারুদের আঘাতে নামে রক্তের ঢল!


গোয়েবলস বেঁচে থাকলে
নিশ্চিত বলা যায়, মরতেন লজ্জায়!
অসত্য করেছে বিশ্বজয়!
মিথ্যার অতিপাত সইতো না মজ্জায়!


বিপর্যয় আসছে ধেয়ে!
শাণ দেয় খঞ্জরে মনুষ্যত্বহীন সৈনিক,
শেষে আসছে সেইক্ষণ-
যখন গুনতে হবে বহু লাশ দৈনিক!