আতঙ্কিত মানুষ প্রতিবিম্ব দেখেও ভয় পায়!
অতীতেও হয়েছে বিশ্বে, এখনো হয়! অতঃপর-
ভূত-টুতের কথা বলে নিজকে সামলে নিতে চায়!
আর, এমনটা সাধারণত জালিমের বেলায় হয়!
তাই তো ভয়, কখন যেন বিশ্বযুদ্ধ শুরু হয়!


আর, যদি লেগেই যায়! কচুকাটা হবে মানুষ!
জমানো সোনাদানা, চুরি করা অর্থ-সম্পদ সবই
যাবে জলে, বে-ঘোরে হারাবে প্রাণ সুজন-স্বজনে!
তাই, ভেবে-চিন্তে করো কাজ, করিয়া কেঁদো না।
ইতিহাস কখনো কাউকে ভুলেও করে না ক্ষমা।


ভুলের মাশুল সেই করে পরিশোধ, যে নির্বোধ;
হঠকারী বলে মানুষ দেয় অভিশাপ নিরন্তর-রোজ!
এমন অর্বাচীনই চুরি করে, খায় ঘুষ! বেদ্বীন-বেহুঁশ।
অবশেষে ফেঁসে গিয়ে করে মিথ্যাচার, কত দোষ!
যদিও কেউ করে না বিশ্বাস, মিটে নারে রোষ!