মহান স্রষ্টার জমিনে, তাঁর দাস যদি বহিরাগত হয়!
তবে পামরের উপাসক কি করে পায় সেখানে জয়?
অনেক দিন চলবে না আর রং বেরংয়ের গোঁজামিল!
ক্ষণ সমাগত প্রায় সদর দরজায় পড়বে এবার খিল।
ঐতিহ্যের স্রষ্টার সাথে আর কতটা করবে রসিকতা?
আর কতটা করবে ঘৃণার চাষ, পায়ে দলে মানবতা?
পরীক্ষার মেয়াদ ফুরোলে, সামনে আসবে ফলাফল;
প্রমাণ হবে তখন কারা আল্লাহ্’র অতিথি-কারা খল।


পার্থিব জীবন চিরন্তন নয়, থাকবেই ইতি কিংবা ক্ষয়;
হিসাবের খাতায় কি আছে অর্জন, কিবা আছে সঞ্চয়!
তাচ্ছিল্যের ভঙ্গিমায় করি অহঙ্কার, ভাবি আমি দুর্জয়!
অথচ, হতেই পারে প্রত্যাশার অপমৃত্যু, করি না ভয়!
বজ্রপাত যেমন হতে পারে তেমনি হতে পারে কম্পন!
সমাপ্তি টানবেন স্রষ্টা; থেমে যাবে হায় ভয়ানক গর্জন!