ভোগের দুনিয়া রাতের আঁধারে লুটে জোছনার রঙ!
ইতিহাস-ঐতিহ্যের গর্ভ থেকে যত্ন করে তুলে এনে-
প্রেম-ভালবাসাকে তুলনা করি নষ্ট সমাজের সাথে!
অথচ, এখানে এখন আর সৌন্দর্যের অবশেষ নেই!

জমিনের রঙ্গমঞ্চে মঞ্চস্থ হয় জীবন নাটকের দৃশ্য!
আর, জনগণ করছে নাট্যাভিনয় তাদের মত করে!
যার মাঝে বিরাজ করে হিংসা আর বিদ্বেষের বিষ!
সেটাই করেছে এ যুগের বিশ্বকে বিবর্ণ-বেসামাল!


মরণ! গণমানুষের মাঝে দেয়াল রচনা করে দেয়!
ফলে, আমরা মানুষের কাছ থেকে দূরে সরে যাই।
যারাই অতীত হয়-তারা মানুষের হৃদয়ে রয়ে যায়।
কিন্তু আত্মকেন্দ্রিকতার মাঝে সবাই কিই বা পাই!


ফলে, সভ্যতা ক্রমেই তলিয়ে য়ায় সাগর তলায়!
যদিও জীবনের শেষ ষ্টেশনের ঠিকানাটা জেনেছি,
শুধু জানি না, কেমন করে যাবো, কখন-কোথায়!
তাই ততোদিন হবো নাজেহাল, এটাইতো বিধান!