তুমি আছো বলেই স্বপ্নরা অন্তর জুড়ে গড়ে আবাস!
মায়াবী শব্দের মালা গেঁথে শোনাও হৃদয়ের শ্বাস!
যা, মনের মণিকোঠায় আবেগ ছড়িয়ে দেয়!
বিশ্বাস মজবুত হলে হৃদয়ের ভালোবাসা
স্বপ্নিল আকাশটাকে ঠিকই ছুঁয়ে যায়।

কিন্তু, অমানিশার অন্ধকারে জীবন এলোমেলো হলে
আলোর সন্ধান করেও আর কাটে না সময়!
ক্ষণিকের জীবন! তবুও করি স্বপ্নের আবাদ!
জীবনের উজান স্রোতে সুনামির শঙ্কা জেনেও
পরিণতি না বুঝেই ধরি আত্মহত্যার পথ!

জীবনের হিসাব শেষে নিজেকে প্রশ্ন করি,
বিনিদ্র রজনী শেষে কিই বা পেলাম!
বিরহের বেদনা হৃদয়কে ঠেলে দিলে শূন্যতায়
কত কিছুই অপূর্ণ থেকে যায় অন্তিম বেলায়!